5.) Geography Short question for Class X

আমেরিকার হ্রদ অঞ্চল
হ্রদ অঞ্চলের বৃহত্তম হ্রদের নাম কি ?
    সুপেরিয়র।
পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি ?
    সুপেরিয়র।
হ্রদ অঞ্চলের মোট হ্রদ কয়টি ?
    মোট ৫ টি ।
পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয় ?
    চিকাগো শহরকে (শিকাগো)
হ্রদ অঞ্চলের হ্রদ গুলির নাম কি ?
    সুপেরিয়র, মিশিগান, ইরি, অন্টারিও, হুরন।
শিকাগো শহর কোন হ্রদের তীরে অবস্থিত ?
    মিচিগান হ্রদের তীরে।
পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ী নির্মাণ শিল্পকেন্দ্র কোনটি ?
    ডেট্রিয়ট শহর।
আমেরিকার ভুট্টা বলয় কোন অঞ্চলে দেখা যায় ?    বাফেলো অঞ্চলে।
হ্রদ অঞ্চলের শ্রেষ্ঠ ময়দা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?
    বাফেলো শহরে ।
হ্রদ অঞ্চলের বৃহত্তম বন্দরের নামকি ?
    শিকাগো।
হ্রদ অঞ্চলের বৃহত্তম প্রান্তিক বন্দরের নামকি ?
    ডুলুথ।
ডুলুথ বন্দরটি কোন হ্রদের তীরে অবস্থিত ?
    সুপেরিয়র হ্রদের পশ্চিম তীরে।
হ্রদ অঞ্চলের বৃহত্তম তেল শোধনাগার কোথায় রয়েছে ?
    ডুলুথ শহরে ।
হ্রদ অঞ্চলের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোথায়
    রয়েছে ?
    গ্যারি শহরে।
হ্রদ অঞ্চলের প্রাধান নদীর নাম কি ?
    সেন্ট লরেন্স নদী।
সেন্ট লরেন্স নদী কোন মহাসাগরে পতিত হয়েছে ?
    উত্তর অ্যাটল্যান্টিক মহাসাগরে।
সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য কত ?
    প্রায় ৪০০০কিমি (4000 kms)
হ্রদ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প কি ?
    লৌহ-ইস্পাত শিল্প।
হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি ?
    আকরিক লোহা।
হ্রদ অঞ্চলের বৃহত্তম লৌহ-ইস্পাতশিল্প কোথায়হয়েছে ?
    পিটস্ বার্গে
নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে ?
    সেন্ট লরেন্স নদীতে ।
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
    ইরি ও অন্টারিও হ্রদের মাঝে সেন্ট লরেন্স নদীতে ।
সেন্ট লরেন্স নদীর উপনদী গুলির নাম কি ?
    ওটায়া, সেন্ট মরিস, চান্দিয়ের ।