পশ্চিমবঙ্গ
● পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
সান্দাকফু (৩৬৩০ মি.)
● পশ্চিমবঙ্গের মালভূমি উচ্চতম শৃঙ্গের নাম কি ?
গোর্গাবুরু (৬৭৭ মি.)
● ত্রাসের নদী কাকে বলে ?
তিস্তা নদীকে।
● বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ?
দামোদর নদকে।
● দামোদর নদ কোথাথেকে উৎপন্ন হয়েছে ?
খামারপাত পাহাড় থেকে।
● পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ?
মৌসুমি জলবায়ু (উষ্ণ-আর্দ্র প্রকৃতির)
● পশ্চিমবঙ্গকে নেপালথেকে আলাদা করেছে কোনপাহাড় ?
সিঙ্গালীলা শৈলশিরা।
● পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখা যায় ?
সুন্দরবনে।