4.) Geography Short question for Class X

নীলনদ আববহিকা

পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি ?
নীলনদ
নীলনদ এর দৈর্ঘ্য কত ?
৬৬৩০ কিমি ।
নীলনদ এর উৎপত্তি কোথায় ?
ট্যাঁঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডির পার্বত্য আঞ্চলে।
নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?
    ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
মিশরের রাজধানীর নাম কি ?
    কায়রো।
সুদানের রাজধানীর নাম কি ?
    খার্টুম ।
নীলনদের একটি উপনদীর নাম লেখ ?
    আটবারা।
পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদের নাম কি ?
    ভিক্টোরিয়া হ্রদ।
ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত ?
    উগান্ডা, কেনিয়া তাঞ্জানিয়া দেশের সীমানায়।
নীলনদের একটি বন্দরের নাম লেখ ?
    আলেকজান্দ্রিয়া।
পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি ?
    আসোয়ান।
আসোয়ান বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে ?
    নীলনদের উপর।
নীলনদ কোন দুটি নদীর মিলিত প্রবাহ ?
    ব্লুনীল ও হোয়ইট নীল নদীর।
সাড কি ?
নীলনদ অববাহিকা অঞ্চলে নানারকম ঘাস, লতাপাতা, কচুরিপানা প্রভৃতি আগাছার জলাভূমিকে সাড বলে।
নীলনদ অববাহিকা অঞ্চলে মিশরের কত শতাংশ লোক
বাসকরে ?
    প্রায় ৯৬% লোক।
নীলনদ অববাহিকা অঞ্চলের জলবায়ু কেমন ?
    ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখাযায়।
আটবারা থেকে আসোয়ান পর্যন্ত নীলনদে কটি খরস্রোত
দেখাযায় ?
    ৬ টি খরস্রোত দেখাযায়।
মিশরের বৃহত্তম জলাশয়ের নামকি ?
লেকনাসের
নীলনদ অঞ্চলের একটি সিমেন্ট কারখানার নামকি ?
    হেলওয়ান।
নীলনদ অববাহিকা অঞ্চলের একটি সার কারখানার
নামকি ?
    আসোয়ান।
সোনার বাঁধ কোন নদীতে গড়ে তোলা হয়েছে ?
    ব্লুনীল নদীতে।
‘ মিশর নীলনদের দান ’ কে বলেছেন ?
    ইতিহাসের জনক হেরোডোটাস
নীলনদ অববাহিকা অঞ্চলের প্রধান ফসল কি ?
    কার্পাস বা তুলা।
নীলনদের একটি সেচ ব্যারেজ এর নাম লেখ ?
    এসেনা।
নীলনদ অববাহিকা অঞ্চলের প্রধান শিল্পাঞ্চল কোনটি ?
    কায়রো শিল্পাঞ্চল।
নীলনদ অববাহিকা অঞ্চলের পেট্ররসায়ন শিল্পকেন্দ্রর
    নাম কি ?
    আলেকজান্দ্রিয়া।
নীলনদ অববাহিকা অঞ্চলের আয়তন কত ?
    বর্গ কিমি।
নীলনদ অববাহিকা অঞ্চলের আকৃতি কেমন ?
    মাছের কাঁটার মতো ।