Collected from Memory
Year:
2008
W.B SCHOOL SERVICE COMMISSION - 2008
GEOGRAPHY (PASS)
[N.B:কমিশন কোন প্রশ্ন পত্র জনগনের কাছে প্রকাশ করে না।এখানে প্রদত্ত প্রশ্নপত্রটি বিভিন্ন পরীক্ষার্থীদের প্রদত্ত সাজেশনের উপর নির্ভর করে তৈরি হয়েছে। তাই আপনারা এই প্রশ্নপত্রটি ঐ বছরের একটি নুমনা প্রশ্নপত্র হিসাবে গ্রহন করবেন।]
১। খোয়াই বলতে কী বোঝেন ?
২। সৌরধ্রুবক এর সংজ্ঞা দিন ।
৩। কী কী খনিজ ও রাসায়নিক পদার্থ জলদূষণ ঘটায় ?
৪। ম্যান্টল বলতে কী বোঝেন ?
৫। বাল্টিক সাগরের তুলনায় লোহিত সাগরে সমুদ্র জলে লবণতা বেশি কেন ?
৬। পরিসংখ্যা বহুভূজ কাকে বলে ?
৭। ‘মৌসুমী বায়ুর বিস্ফোরণ’ বলতে কী বোঝেন ?
৮। ভূমিধ্বংসের কারণগুলি সনাক্ত করুন ?
৯। স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির পার্থক্য নিরূপণ করুন ?
১০। মোনাডনক কাকে বলে ?
১১। কীভাবে এস্কার ও বহিঃধৌত সমভূমি গঠিত হয় ?
১২। অতলান্তিক ও প্রশান্ত মহাসাগরে প্রবাহিত একটি করে উষ্ণ ও শীতল স্রোতের নাম উল্লেখ করুন ?
১৩। উপযুক্ত উদাহরণসহ সামুদ্রিক শৈলশিরা এবং সামুদ্রিক খাতের সংজ্ঞা দিন ।
১৪। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করুন ?
১৫। পেডালফার ও পেডোক্যালের মধ্যে পার্থক্য নিরূপণ করুন ?
১৬। জলবায়ুর তারতম্যের প্রভাব অনুযায়ী উদ্ভিদের শ্রেণি বিভাগ করুন ।
১৭। পরিবেশগত অভিযোজন বলতে কী বোঝেন ?
১৮। উদাহরণসহ ‘প্রাকৃতিক অঞ্চল’ এর সংজ্ঞা দিন ।
১৯। ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে ? দুটি উদাহরণ দিন ।
২০। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকুল অবস্থান গুলি কী কী ?
২১। বাগিচা কৃষি ও বাণিজ্যিক দানা শস্য চাষের মধ্যে প্রভেদ কী ?
২২। অশোধিত জন্মহার –এর সংজ্ঞা দিন ।
২৩। ঋতুভিত্তিক পরিযান কাকে বলে ? উদাহরণ দিন ।
২৪। ভারতের কেরালা রাজ্যে জনবৃদ্ধির হার কম কেন ?
২৫। ভারতের কোন অংশে বৃষ্টিচ্ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং কেন ?
২৬। ভারতকে প্রধান কয়েকটি শিল্পাঞ্চলে বিভক্ত করুন ?
২৭। ভারতে খাল দ্বারা এবং জলাশয়ের সাহায্যে সেচসেবিত দুটি অঞ্চলের নাম উল্লেখ করুন ?
২৮। ভূসংস্থান মানচিত্র থেকে ট্রানসেক্টচার্ট প্রস্তুত করার উদ্দেশ্য কী ?
২৯। দুটি মানচিত্র অভিক্ষেপের নাম লিখুন যাদের একটিতে আয়তন এবং অন্যটিতে আকৃতি সংরক্ষিত থাকে ।
৩০। অক্ষ অনুযায়ী ভাঁজের শ্রেণীবিভাগ করুন।