MADHYAMIK 2011-12 Suggestion : LIFE SCIENCE

Year
Suggestion
Year: 
2011-12
MADYAMIK EXAMINATION -2011-12 Exam Suggestion  SPECIAL  জীবনবিজ্ঞান

Model Questions PaperPART-1
1.নং প্রশ্ন। এখানে সাতটি নৈব্যর্ক্তিক নির্বাচনমূলক প্রশ্ন দেওয়া থাকবে।  ( i ) থেকে ( vii) নং প্রশ্ন পর্যন্ত থাকবে। এর মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে বলা হবে, কিন্তু তোমরা সাতটিরই উত্তর দেবে; সঠিক পাঁচটির উত্তর পরীক্ষক মহাশয় দেখবেন ও নম্ব্বর দেবেন, এর মধ্যে যে কোনো সঠিক পাঁচটিতেই নম্বর দেওয়া হবে। আগে ঠিক/ভুল বা পরে ঠিক/ ভুল অর্থাৎ ক্রম দেখা হবে না।ভুলগুলি গণ্য করা হবে না , এতে তোমাদের নম্বর বাড়বে।প্রশ্নে ভুল থাকলে পূর্ন নম্বর পাবে, তাই সবকয়টিরই উত্তর লিখবে। এই প্রশ্নগুলি উত্তর করার সুনির্দিষ্ট পদ্ধতি আছে। যেমন ধরো প্রশ্ন আছে : -1. (iii) নিম্নলিখিত কোন্‌ উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়?(a) নিকোটিন, (b) রেসারপিন, (c) কুইনাইন, (d) মরফিন।এর উত্তর এই ভাবে দেবে
উত্তরঃ-1.(iii)- মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত উপক্ষারটি হ’ল (b) রেসারপিন।) সাতটির মধ্যে চারটি আসবে নবম শ্রেণী থেকে ও বাকি তিনটি আসবে দশম শ্রেণী থেকে।
বিভাগ-ক
(1,2,3 এবং 4 নং প্রশ্নের উত্তর করতে হবে।)
1. ঠিক উত্তর নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে উত্তর লিখ। ( যে কোনো পাঁচটি) 1x5=5
i) সবাত শ্বসনে এক গ্রাম অনু গ্লুকোজের জারণে কয় অনু ATP উৎপন্ন হয়?
  (a) 30 অনু   (b) 38 অনু  (c) 36-50 অনু   (d) 686 অনু
ii) ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবানু ধ্বংস করে কোন্‌ WBC ?
(a) লিম্ফোসাইট  (b) ইওসিনোফিল  (c) বেসোফিল  (d) নিউট্রোফিল
iii) কোন্‌টি অ্যাফারেন্ট নার্ভ ?
(a) অকুলোমোটর  (b) অডিটরি   (c) ভেগাস  (d) হাইপোগ্লোসাল
iv) কোন্‌টিতে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আছে?
(a) গঁদ  (b) রজন  (c) তরুক্ষীর  (d) জৈব অ্যাসিড
v) রিভার্স ট্রান্সক্রিপ্‌টেজ্‌ উৎসেচক দ্বারা কার দেহের RNA , পোষকের দেহে DNA তে রূপান্তরিত হয়?
(a) ভিব্রিও   (b) ফাজ ভাইরাস  (c) HIV  (d) মাইক্রোব্যাক্‌টেরিয়াম লেপ্রি
vi) কোন্‌টি মাইক্রো কন্‌জিউমার ?
(a) জলজ কবচী শ্রেণির প্রাণি  (b) ছোট ছোট মাছ  (c) ছত্রাক  (d) শৈবাল
vii) DNA-এর পিউরিন বেসে কোন্‌টি থাকে?
(a) সাইটোসিন  (b) ইউরাসিল   (c) থাইমিন   (d) গুয়ানিন।
2.নং প্রশ্নে (i) থেকে  (xiii) পর্যন্ত থাকবে । এর মধ্যে দশটি প্রশ্নের উত্তর করতে বলা হবে, কিন্তু তোমরা তেরোটিরই উত্তর দেবে। এর মধ্যে দু’একটি শূণ্যস্থান পূরণমূলক প্রশ্ন থাকবে,যেগুলির উত্তর অবশ্যই পূর্ণবাক্যে দিতে হবে। শূণ্যস্থান-পূরক শব্দটির নিচে দাগ দিতেও পারো। দেখবে যেন সৌন্দর্য্য বজায় থাকে।
2। দুই একটি বাক্যে উত্তর দাও।  (যে কোনো দশটি)  1x10=10
i) হিল বিক্রিয়া কাকে বলে ?
ii) ’ O ’ গ্রুপের রক্ত সকল গ্রুপকে দান করা যায় কেন ?
iii) যকৃতে NH3 কোন্‌ উৎসেচক দ্বারা অর্নিথিন চক্রে ইউরিয়া গঠন করে ?
iv) সাইন্যাপ্‌স্‌ কাকে বলে ?
v) অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন্‌ বলে কেন ?
vi) ল্যাক্‌টিয়াল্‌ কী ?
vii) জনুক্রম কাকে বলে ?
viii) সমসংস্থ অঙ্গ কাকে বলে ?
ix) ভাইরাস্‌ –––– কোশে প্রজনন করে।(শূন্যস্থান পূরণ করো।)
x) ফাইলোক্লেড (Phyloclade) কী ?
xi) বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের তিনটি পর্য্যায় কী কী ?
xii) টেস্ট ক্রস্‌ কী ?
xiii) মায়োসিস্‌ কোথায় ঘটে ?
3. নং প্রশ্নে ২নং-এর ৮টি প্রশ্ন দেওয়া থাকে, ৬টির উত্তর লিখতে বলা হয়।এক্ষেত্রে পার্থক্য লিখতে দিলে শুধুমাত্র দুটি না লিখে কিছু বেশি লিখবে। তবে সঠিক দুটিতেই নম্বর দেওয়া হয়। অন্যান্য গুলির ক্ষেত্রে দেখবে নম্বর বিভাজন কেমন আছে। সেইমতো উত্তর দেবে।
3. যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাওঃ-  2 x 6 =12
i) ট্রিপ্‌সিন্‌ ও প্যাংক্রিয়াটিক লাইপেজের ক্রিয়াস্থল ও কাজ লিখ।
ii) লসিকা কী ? এর কাজ কী?
iii) ইন্‌স্যুলিনের কাজ কী? অক্সিনের কাজ লিখ।
iv) মেন্ডেলের বংশগতির সূত্র দুইটি লিখ।
v) ‘প্রাকৃতিক নির্বাচন’ কাকে বলে ? ‘অর্জিত গুণের উত্তরাধিকার’    - ব্যাখ্যা করো।
vi) সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তিকরণ বলে কেন ? এর তাৎপর্য্য লিখ।
vii) প্রতিবর্ত ক্রিয়া বলুতে কী বুঝ ? লঘু মস্তিষ্কের কাজ লিখ।
viii) বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক্‌ উপাদানের অন্তর্গত দুইটি ভৌত উপাদানের ও দুইটি জৈব উপাদানের নাম লিখ।
4. নং প্রশ্নে ১৩টির মধ্যে ১০টির উত্তর করতে বলা হয়। এখানেও নম্বর অনুযায়ী ভাগ ভাগ করে উত্তর লিখবে।
4.যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাওঃ-       3x10=30
i) স্বভোজী পুষ্টির পর্য্যায়গুলির নাম লিখ। উদ্ভিদের পরভোজী পুষ্টি ও মিথোজীবী পুষ্টির সংজ্ঞা লিখ।
ii) রক্তের তিনটি কাজ লিখ।(পরিবহন, তঞ্চন,অনাক্রম্যতা,দেহের প্রতিরক্ষা ও তাপ নিয়ন্ত্রণ -এর মধ্যে যে কোনো তিনটি লিখবে; শুধুমাত্র পরিবহণ থেকেই তিনটি লিখবে না)
iii) ট্যাক্‌টিক্‌ চলন কাকে বলে ? ফটোট্যাক্‌টিক্‌ , ফটোট্রপিক্‌ ও ফটোন্যাস্টিক্‌ চলনের পার্থক্য লিখ।
iv) একটি নিউরোনের সরল চিত্র এঁকে প্রবর্ধকগুলি চিহ্নিত করো।
v) জীবন্ত জীবাশ্ম ও মিসিং লিংক্‌ কাকে বলে? ইওহিপ্পাস্‌ ও মেরিচিপ্পাস্‌ এবং মেরিচিপ্পাস ও আধুনিক ঘোড়ার মধ্যবর্তী প্রাণীর নাম কী কী ?
vi) ছকের মাধ্যমে নিম্নলিখিত অঙ্গের বৈশিষ্ট্য ও অভিযোজনগত গুরুত্ব লিখঃ-
(a) ক্যাক্‌টাসের পাতা, (b) সুন্দরী গাছের বিভিন্ন মূল (c) পায়রার ঊড্ডয়ন পেশি
vii) মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বুঝ ? বন্যপ্রাণি অবলুপ্তির দুটি কারণ লিখ। জল সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।
viii) ক্রোমোজোম্‌ কাকে বলে? জিন্‌ কী ? ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান তিনটি কী কী?
ix) দ্বি-নিষেক বলতে কী বুঝ? উদ্ভিদের অযৌন জনন ও অঙ্গজ জননের পার্থক্য লিখ। একটি উদ্ভিদের পাতার কোশে 12 টি ক্রোমোজোম আছে; এর ডিম্বানু ও সস্যে ক্রোমোজোম সংখ্যা কত ?
x) সালোকসংশ্লেষ , সবাত শ্বসন ও অবাত শ্বসনের রাসায়নিক বিক্রিয়া লিখ।
xi) রেচন কাকে বলে ? নাইট্রোজেন বিহীন দুইটি প্রাণি-রেচন পদার্থের নাম লিখ। রেচনে যকৃতের ভূমিকা লিখ।
xii) রক্ত দানের মাধ্যমে সংক্রামিত হয় এমন তিনটি রোগের নাম লিখ ও সেগুলি কিভাবে মানবদেহে সংক্রামিত হয় তার বর্ণণা দাও।
                                    বিভাগ- ‘খ’
(5 নং প্রশ্ন থেকে 11 নং প্রশ্নের মধ্যে পাচঁটি প্রশ্নের উত্তর দাও) 5x5=25
প্রশ্ন নং 5.থেকে11.এর মধ্যে যে কোনো পাঁচটির উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মধ্যের অনুপ্রশ্নগুলি একটু ফাঁক দিয়ে দিয়ে তলায় তলায় ভাগ ভাগ করে লিখবে। একটি প্রশ্নের উত্তর শেষ হলে কিছুটা ফাঁকা জায়গা রাখার পর অপর প্রশ্নের উত্তর লিখতে শুরু করবে।
5. কেলভিন চক্র বিক্রিয়ার ছকসহ গুরুত্ব লিখ। শ্বসনের তাৎপর্য্য ব্যাখ্যা করো। (3+2)
6. রসের উৎস্রোত কিভাবে ঘটে ? ‘মুক্ত’ ও ‘বদ্ধ’ সংবহন কাকে বলে ? (3+2)
7. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ড সহ লিখ। (3+2)
8. ইন্টারফেজ্‌ ,প্রফেজ্‌ , মেটাফেজ্‌ , অ্যানাফেজ্‌ ও টেলোফেজ্‌  দশার বর্ণণা দাও। (1x5)
9. উদ্ভিদ ও প্রাণী কেহই যে গ্যাসটি সরাসরি বাতাস থেকে নিতে পারেনা, সেটি পরিবেশে কিভাবে চক্রায়িত হয় তা ছক সহ লিখ। (1x5)
10. উৎসেচক কাকে বলে ? এর বৈশিষ্ট্যগুলি লিখ। B.M.R.-এর সংজ্ঞা দাও। পরিপাকে দুটি অ্যামাইলোলাইটিক উৎসেচকের ভূমিকা বিক্রিয়াসহ লিখ। (1+1+1+2)
11. রক্ত কিভাবে তঞ্চিত হয়? রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লিখ। (3+2)
                              বিভাগ-‘গ’
প্রশ্ন নং 12. ও 13. তে দুটি ছবি আঁকা ও চিহ্নিতকরণ (drawing & labeling) পড়বে। এর মধ্যে তোমাকে একটি অঙ্কন করতে হবে।অঙ্কন ও চিহ্নিতিকরণ ছাড়াও চিত্রের নামকরন( Captioning)ও যেন সঠিক থাকে। কখনো কখনো নির্দিষ্ট কতকগুলি চিহ্নিতকরণ(labeling) করতে বলে, ঐগুলি তো অবশ্যই করতে হবে; এছাড়াও আরো প্রধান কতকগুলি চিহ্নিতকরণ করতে হবে। চিত্র পেনসিলে আঁকবে। অঙ্কিত চিত্রের নিচে তার নামটি অবশ্যই লিখবে।
(যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।) [ পরীক্ষায় IX থেকে একটি ও X থেকে আরেকটি অর্থাৎ মোট দুইটি প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু এখানে তোমাদের অনুশীলণের জন্য চারটি চিত্র অংকন করতে দেওয়া হোলো।]
12. একটি নেফ্রনের চিত্র এঁকে সব কয়টি অংশ চিহ্নিত করো। (5+3)
12. মানব হৃৎপিন্ডের লম্বচ্ছেদের চিত্র এঁকে সকল অংশ চিহ্নিত করো। (5+3)
13. একটি রুই মাছের চিত্র এঁকে সকল অভিযোজন মূলক অংশ চিহ্নিত করো। (5+3)
13. একটি ইউক্যারিওটিক্‌ ক্রোমোজোমের চিত্র এঁকে নিম্নলিখিত অংশ চিহ্নিত করোঃ-
 ক্রোমোনিমা, সেন্ট্রোমেয়ার, টেলোমেয়ার, স্যাটেলাইট, কাইনেটোকোর, ক্রোমোমেয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, গৌণ খাঁজ। (4+4)

Edited By ;-

 Mr. SUBHENDU BISWAS

B.sc(h),M.sc

info.subhendu@gmail.com