13.) Class IX: Life Science Study Reference

প্রথম অধ্যায়ঃ সালোকসংশ্লেষ ও শ্বসন
সালোকসংশ্লেষ ও শ্বসন [ Photosynthesis and Respiration ]
A. সালোকসংশ্লেষ:- সংজ্ঞা ও ব্যাখ্যা : সামগ্রিক সমীকরণ : বিভিন্ন উপাদান ও তাদের উৎস : সালোকসংশ্লেষের উপাদানগুলোর উৎস ও ভুমিকা : সালোকসংশ্লেষের : সালোকসংশ্লেষের স্থান : সালোকসংশ্লেষের তাৎপর্য : সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সংক্ষিপ্ত বর্ণনা : সালোকসংশ্লেষ ও অঙ্গারআত্তীকরণ : 
B. শ্বসন :- সংজ্ঞা ও ব্যাখ্যা : শ্বসনের স্থান : দহন ও শ্বসন : সবাত শ্বসন : অবাত শ্বসন : সন্ধান : বিভিন্ন পার্থক্য : উদ্ভিদের শ্বাসযন্ত্র : প্রাণীদের শ্বসনযন্ত্র : শ্বসনের কার্য : শ্বসনের তাৎপর্য : সালোকসংশ্লেষ ও শ্বসনের সম্পর্ক : সালোকসংশ্লেষ ও শ্বসনের পার্থক্য : প্রশ্ন ও উত্তর :

সালোকসংশ্লেষ [Photosynthesis]
     ১৮৯৮ খৃষ্টাব্দে বিজ্ঞানী বার্নেস (Bernes) সালোকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস শব্দটি প্রচলন করেন । গ্রিক শব্দ ফোটোস (Photos) শব্দের অর্থ আলোক এবং সিন্থেসিস (Synthesis) শব্দের অর্থ সংশ্লেষ । আলোকের উপস্থিতিতে সংশ্লেষ ঘটে বলেই একে সালোকসংশ্লেষ নামে অভিহিত করা হয় ।
    সবুজ উদ্ভিদেরা পরিবেশ থেকে কাঁচামাল - কার্বন ডাই-অক্সাইড এবং জল সংগ্রহ করে পাতার মেসোফিল কলায় নিয়ে আসে । সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সক্রিয়তায় জল ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় শর্করা জাতীয় খাদ্য - গ্লুকোজ ।

সালোকসংশ্লেষর সংজ্ঞা :- (Definition of  Photosynthesis)
যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও গৃহিত কার্বন ডাই-অক্সাইডের আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা (গ্লুকোজ) সংশ্লেষিত হয় ও উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয় এবং উপজাত বস্তু হিসেবে পরিবেশ থেকে গৃহিত কার্বন ডাই-অক্সাইডের সম-অণু অক্সিজেন ও জল উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ বা (Photosynthesis) বলে ।

অঙ্গার আত্তীকরণ:-
যে প্রক্রিয়ায় পরিবেশ থেকে গৃহিত কার্বন ডাই-অক্সাইডের কার্বন কোষস্থ জৈব যৌগে আবদ্ধ হয় তাকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে ।

সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে কেন ? (Why is Photosynthesis called carbon assimilation ?)- সালোকসংশ্লেষর অন্ধকার দশায় ক্লোরোপ্লাসটের স্ট্রোমায় পরিবেশ থেকে গৃহিত কার্বন ডাই-অক্সাইড RuBP -র সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA) উৎপন্ন করে । পরে তা থেকে গ্লুকোজ তৈরি হয় । এভাবে পরিবেশের কার্বন ডাই-অক্সাইডের কার্বন কোষস্থ জৈব যৌগ গ্লুকোজে অঙ্গীভূত হওয়ায় সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে ।


FOR TOTAL LIFE SCIENCE (CLASS- IX-X) NOTES CONTACT US :
                                    

  পানিখালি (বাজার)

প্রোঃ - দলুয়াবাড়ি
থানা - ধানতলা
জেলা - নদীয়া
ফোন - ৯৯৩৩৬৬৯৮৪৭