৫,০০০ কিলোমিটার পাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম `ভূমি থেকে ভূমি` ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO)। বৃহস্পতিবার সকাল ৮টা ৫মিনিটে ওড়িশার বালেশ্বর উপকূলের কাছে `ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ`(আইটিআর)-এর ৪ নম্বর উত্ক্ষেপণ কেন্দ্রের একটি `মোবাইল লঞ্চিং প্যাড` থেকে উত্ক্ষেপণ করা হ্য় । উত্ক্ষেপণের ২০ মিনিট পর ভারত মহাসাগরের নির্দিষ্ট ঠিকানায় থাকা ‘টার্গেট’কে নিখুঁত ভাবে আঘাত করে অগ্নি-৫।
৫,০০০ কিলোমিটার পাল্লায় লক্ষ্যবস্তুতে নির্ভুল ভাবে আঘাত হানতে সক্ষম, ভারতীয় বিজ্ঞানীদের তৈরি এই প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল (আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র)-এর পাল্লার মধ্যে রয়েছে গোটা চিন এবং এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অংশ। ফলে জাতীয় নিরাপত্তার প্রেক্ষিতে অগ্নি-৫-কে ভারতীয় বিজ্ঞানীদের এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
১৭ মিটার দৈর্ঘ্য, ২ মিটার প্রস্থ এবং ৫০ টন ওজনের এই `অন্তর্বতী পাল্লার ক্ষেপণাস্ত্র`টির সঙ্গে দু`টি অতিরিক্ত কম্পোসিট মোটর সংযুক্ত করার পরীক্ষাতেও প্রাথমিক সাফল্য পেয়েছেন ভারতীয় প্রতিরক্ষা বিজ্ঞানীরা। এর ফলে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও চিনের পর বিশ্বের ষষ্ঠ রাষ্ট্র হিসেবে অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের অধিকারী হতে চলেছে ভারত ।
এক টন ওজনের যুদ্ধাস্ত্র বহনযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রয়োজনে পরমাণু অস্ত্রও বহন করতে সক্ষম । অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চালিত অগ্নি-৫ ভারতীয় ক্ষেপণাস্ত্র গবেষণার ইতিহাসে এক নতুন দিশার সূচনা করবে বলেই মনে করেছেন ডিআরডিও-র ক্ষেপণাস্ত্র বিভাগের বিজ্ঞানীরা।